পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

আপনার সিডি ড্রাইভ Open আর Close করুন মাউস দিয়ে!!

উস চেপে সিডি ড্রাইভ ওপেন তো করতে পারি, কিন্তু অনেকেই মাউস চেপে তা আর ক্লোজ করতে পারিনা। ফলে সিপিউ’র Eject and Close বাটনটি চাপতে চাপতে অনেকেই সেটি লুজ করে ফেলি। এখন আর আপনাকে এ কাজটি করতে হবে না। আপনি চাইলে মাউসে একটা ক্লিক করেই আপনার সিডি ড্রাইভটি খুলতে এবং বন্ধ করতে পারবেন। এজন্য আপনাকে ‘Eject and Close’ নামের একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। মাত্র 17 KB এই ফাইলটি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটি ইনস্টল করতে হবে না। ডাউনলোডের পর জিপ ফাইলটি Extract করুন। এরপর ‘Eject and Close’ ফাইলটিতে ডাবল ক্লিক করলেই এটি কাজ করবে!

কোন মন্তব্য নেই: