পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জুন, ২০১৪

একটি মডেম দিয়ে একের অধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করুন



প্রথমত আপনার দুইটা কম্পিউটার LAN দ্বারা সংযুক্ত থাকতে হবে এক্ষেত্রে দুইটা কম্পিউটারের জন্য আপনি পিসি টু পিসি LAN ক্যাবল দিয়ে সংযুক্ত করতে পারেন
  • তারপর My computer-My netwok places set up a home or small office network click করে set up complete করুন
  • এরপর আপনার আইপি ADDRESS কনফিগার করুন। যে পিসিতে Modem থাকবে তার IP 192.168.0.1 করতে My computer-My network places-view network connection যান। Lan or high speed connection এর নিচে local area coneection এর উপর right click করে properties click করুন। internet protocol (TCP/IP) select করে properties ক্লিক করুন
  • use the following IP address ক্লিক করে IP-192.168.0.1 , subnet mask-255.255.255.0 , default gateway-192.168.0.1 দিন
  • তারপর অন্য যে PC তে নেট ব্যাবহার করতে চান তার IP-192.168.0.2, subnet mask-255.255.255.0 ,default gateway- 192.168.0.1 এবং preferred DNS server-192.168.0.1 দিন। OK করে বেরিয়ে আসুন
  • এবার যে পিসিতে মডেম আছে তাতে মডেম সেটআপ দেওয়া থাকলে …view network connection dial-up এর নিচে EDGE বা যা লিখা থাকবে তাতে right click-properties-advanced allow other network users to connect through this computer’s internet connection টিক দিয়ে ok করে বেরিয়ে আসুন
  • তারপর দুই পিসিতেই ….local area connection-right click -disable করে আবার Enable করুন। এখন দুই পিসিতেই নেট পাবার কথা

আনেক সময় windows fierwall এর জন্য নেট sharing সমস্যা হয়। সেক্ষেত্রে firewall বন্ধ করে দেখতে পারেন হয় কিনা

কোন মন্তব্য নেই: