সবাইকে সালাম জানিয়ে আমি আমার
টিউনটি শুরু
করছি।নিশ্চই সবাই
ভালো আছেন।আজকে
আমি আপনাদের
সাথে দারুন
একটি টিপস
শেয়ার করবো
হয়তো অনেকে
পুর্বে জানতেও
পারেন।শুধু যারা
জানেনা তাদের
জন্য এই
টিপস।আমাদের দৈনন্দিন
জীবনে ফেইসবুক
একটি আপরিহার্য
হয়ে পড়েছে।আমরা
হয়তো জানি
অনেকে নিজেরে
ফেইসবুক চেলিব্রেটি
মনে করে
কিন্তু তারা
ও চুপি
চুপি অন্যর
প্রোফাইেল ভিউ করে।তাদেরকে
ধরতে পারেন
এই সিস্টেমে
তাছাড়া অনেক
মেয়েও যে
আপনার প্রোফাইল
ভিউ করে
তাও ধরে
ফেলতে পারবেন।কয়েকটি
ধাপে কাজটি
করবেন:
১| প্রথমে
আপনার ফেইসবুক
প্রোফাইলে জান।
২| তারপর
ctrl+u বাটনে চাপ
দিন দেখবেন
একটা নতুন
ফেইজ খুলে
গেছে।
৩| তারপর
আপনি নতুন
খোলা উইন্ড/ফেইজটির যে
কোন স্থানে
মাউস রেখে
ক্লিক করুন।
৪| তারপর
ctrl+f বাটনে চাপ
দিন দেখেবেন
একটি সার্চ
বক্সের মত
খুলে গেছে
পেইজটির এক
কোনায়।
৫| তারপর
আপনি ঐ
সার্চ বক্সে
লিখুন এই
লেখাটি ordered_list.top_friends
৬|এবার
আপনি ইন্টার
বাটনে ক্লিক
করুন এবং
দেখুন লেখাটি
কোথায় দেখাচ্ছে
নতুন উন্ডটির/পেইজের।
৭|যে
জায়গায় ordered_list.top_friends এই লেখাটি
কালার করে
দেখাচ্ছে তার
একটু বাম
পাশে গিয়ে
নিছের দিকে
দেখুন অনেক
গুলো নাম
দেখাবে।এই নাম
গুলোর ফেইসবুক
ইউজাররাই আপনার
প্রোফাইল ভিউ
করেছে।এই নাম
গুলু একটি
একটি কপি
করে ফেইসবুক
সার্চ বক্সে
পেস্ট করে
করুন এবং
দেখুন যেই
লোকটি আপনার
প্রোফাইল ভিউ
করেছে তাকে
দেখুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন