পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

অটোকারেক্ট অপশন যোগ করুন; ভুল হলেও সমস্যা নাই !!

সাধারনত আপনি যে এলাকাতে থাকেন কোন প্রকার আবেদন বা চিঠি লিখতে গেলে সেই এলাকার ঠিকানা বেশী বেশী লিখার প্রয়োজন হয়। আপনি এই ঝামেলার কাজটি সহজে শর্টকাটে করতে পারেন । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কি ভাবে সহজ কাজ আরো শর্টকাটে করা যায়।
১। প্রথমে MS Word ফাইল ওপেন করে Tools মেনু থেকে AutoCorrect Options এ যান,
২। এবার Auto Correct ট্যাব থেকে Replace এ ccg এবং With এ Chandona, Chowrasta, Gazipur. লিখুন,


















৩। সবশেষে Add বাটনে ক্লিক করে OK করুন।
এবার দেখুন শুধু ccg লিখে স্পেস বা Enter চাপলে পুরো Chandona, Chowrasta, Gazipur. লেখা চলে এসেছে। এরকম আরো অনেক লেখা Auto Correct করে নিলে দ্রুত টাইপ করা যায়।

কোন মন্তব্য নেই: