পৃষ্ঠাসমূহ

বুধবার, ১৮ জুন, ২০১৪

ইন্টারনেটের সাংকেতিক কিছু কোডের অর্থ জেনে নিন :

ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আমরা বিভিন্ন বার্তা দেখতে পাই,যেমন- 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls , 500 Internal Server Error ইত্যাদি ।কিন্তু আপনি কি জানেন এই সাংকেতিক কোডগুলো দিয়ে কি বোঝানো হয় ? কোনটা কি অর্থ নিদের্শ করে ?
আসুন তবে জেনে নিই কোডগুলোর সারমর্ম-
502 Bad Gateway: এটি দিয়ে বোঝানো হয়েছে,উক্ত সার্ভার proxy অথবা gatway হিসেবে চলছিলো।ডাওন স্ট্রীশ সার্ভার ক্রটিপূর্ন সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large: ধারন ক্ষমতার চেয়ে বেশী পরিমান রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হয়েছে।
204 No Content: উক্ত সার্ভারে কোন কন্টেন্ট পাওয়া যায়নি ।
203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচ্ছে তা অণ্য কোন সূত্র থেকে আসছে ।
403 Forbidden: সার্ভার নিকোয়েস্টটি গ্রহন করেনি ।
400 Bad Request: রিকোয়েস্টে ভুল রয়েছে বা রিকোয়েস্টটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি।
404 Not Found: বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
410 Gone: বতমানে পাওয়া যায়নি এব পরেও পাওয়া যাবে না।
408 Request Timeout: সার্ভারের টাইম আউট হলে এই রিকোয়েস্ট আসবে।

কোন মন্তব্য নেই: