পৃষ্ঠাসমূহ

সোমবার, ১৬ জুন, ২০১৪

সুমধুর কণ্ঠে আযান দিবে কম্পিউটারের সফটওয়্যার

 এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা’বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন। মক্কার কা’বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান কিংবা আপনার কাছে কোন আজানের অডিও ফাইল থেকেও আপনি সিলেক্ট করতে পারেন।
502320 সুমধুর কণ্ঠে আযান দিবে কম্পিউটারের সফটওয়্যার
এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তাও জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।আযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে, সূরা পড়বে ,  । আরও অনেক  কিছু । তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ।



Download here 

কোন মন্তব্য নেই: