পৃষ্ঠাসমূহ

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

টাস্কবারে ঘড়ির পাশে যদি আপনার নাম

মনে করুন আপনার পিসিতে এখন ১:২২ AM বাজে। আমরা সময়ের পাশে আপনার নাম বসাব, যেমন ১:২২ সুমন । প্রথমে Start বাটনে ক্লিক করে Control panel ওপেন করব। ওপেন করার পর এরকম দেখতে পাবেন, এখানে View by > Category করা আছে, সেখানে Large icons করে দিন। তার পর Region and Language -এ ক্লিক করুন। এখানে Formats থেকে additional settings… – এ ক্লিক করুন। একটি ডায়ালক বক্স আসলে সেখানে Time নির্বাচণ করে AM Symbol & PM Symbol -এ যথারীতি AM & PM থাকবে তার পরিবর্তে আপনার নাম লিখে দিন। এখন OK করে বেড়িয়ে আসুন। লক্ষ করুন সময়ের পাশে আপনার নাম, এশে গেছে । ঐখানে AM & PM এর স্থলে দুইটি নাম ব্যবহার করতে পারেন, তাতে দুইটি নামই পর্যায়ক্রমে দেখাবে।