আজকাল প্রযুক্তির কল্যানে আমরা নানা বিষয়ে খুব
সহজে যে কোন কাজ করতে পারছি। দেশে আজকাল এমন লোকের সংখ্যা অনেক আছে যারা
সস্তা জ্ঞান বিতরন কবছেন অহরহ। আপনি হয়ত নিজে অনেক কিছু জানেন কিন্তু তা
সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছেন না সীমাবদ্ধতার কারনে। আপনি যে বিষয় জানুন না
কেন আপনার দায়বদ্ধতা যদি মানুষের জন্য অনিবার্য হয় তাহলে আপনার ইচ্ছাতেই
আপনি সব কিছু করতে পারবেন ঠিক যেমনটি আপনি চাইবেন।
আপনি যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করতে চাইলে আমার মাত্র ৭৪০ কিলোবাইটের এই সফটওয়ার টি ইনস্টল করে নিন।
এবার ডান পাশের সেটিং এ যান এবং ক্লিক করুন এবার এডভ্যান্সন্ড সেটিং থেকে আপনার ইচ্ছা মত সেটিং গুলো ঠিক করে নিন।
এবার হেডফোন ব্যাবহার করে আপনার কথা এবং কাজ সব ক্যাপচার করুন। সব শেষে সেভ করুন এবং মজা উপভোগ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন