পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

আপনি শুধু মুখে বলুন। লিখবে কম্পিউটার নিজে :

তেমন কিছুনা শুধু একটি মাইক্রফোন লাগবে...

বাজারে এটি ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়।
কি? শিখতে চান? তাহলে নিচের পদ্বতি অনুসরন করুন।
আপনি এটি দুই ভাবে করতে পারেন।
১। Tools menu- speech থেকে।
২।. নতুন করে Ms. Word (Ms. Office) সেটাপ দিয়ে।
তবে ২য় অপশনটিই সহজ। এটা করতে নিচের পদ্বতি অনুসরন করুন।
প্রথমে Ms. Word (Ms. Office) আনইনষ্টল করুন। এখন নতুন করে সেটাপ দেওয়ার সময় আপনাকে একটু কাজ করতে হবে। এখানে Install Now সিলেক্ট করা থাকবে। আপনি Complete সিলেক্ট করে সেটাপ দিন।
আপনার মাইক্রফোন এর কেবল গুলো সঠিক ভাবে পিসিতে লাগান। Ms. Word ওপেন করুন। লক্ষ্য করুন উপরে একটি নতুন বার এসেছে।

এখন এই বার থেকে Microphone এ কিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন কথা বলুন(ইংরেজীতে)।আর দেখুন কম্পিউটার কেমন করে লিখে যাচ্ছে।
এছাড়া এর Writing pad এর মাধ্যমে আপনি লিখতে পারেন। Handwriting- Writing pad সিলেক্ট করুন। দেখবেন আপনার মাউস পয়েন্টারটি একটি ঝলজ্যান্ত কলম হয়ে গেছে। এখন পেডে লিখুন। আরো কিছু ফাংশন আছে এটিতে।
সবাইকে ধন্যবাদ।
win 8 এর ক্ষেত্রে Tools menu- speech এ ক্লিক করুন।
তাহলে নিচের মতো বার আসবে।


Jingle keyboard (Great sound in every click):

Jingle Keyboard is a fun, creative software program that adds different sounds such as old-fashioned typewriter sounds or newer ones, to your keyboard.
This program is really easy to install and can be toggled on or off from the task tray. It works with all Windows applications and has an options interface which can be changed to suit your preferences.
Jingle Keyboard also lets you assign your own sounds to the Esc and function keys and even to mouse clicks, instead of the default typewriter sounds.
You also have the option to mute all sounds. You can create your own sound schemes, find sounds in WAV format from the Internet or your computer, record voices or simply assign different sounds for different keys on your keyboard.

Postal codes of bangladesh :

Postal codes of Bangladesh


To get any postal code of any post office of BD just...
Click here...

The holy Al-quran with Bangla ....






http://www.mediafire.com/#bm93p1ygil1oq ,এই লিঙ্কে ক্লিক করে পারা অনুযায়ী ডাউনলোড করে নিন।
আশা করি, সবাই প্রতিদিন এক রুকু করে হলে ও পড়তে পারবেন অর্থসহ।

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

PC cleaner:Tune up utility 2014

Tune up utility

Using this softw you can...


*Clean registry
*Clean up windows and  programs
*Clean up browser
*Remove broken shortcuts
*Disable un-necessary windows function
* PC maintainance
*PC health
*Optimize start up and shut down
* Defragment  registry
*Defragmen hard disk
*Un-install programs
*Check hard disk errors
*personalize appearing of windows


Here is the softw with cracker....


Download from here... 


Text reader:

 কিভাবে? TextAloud দিয়ে। মাত্র ১৭.৮ মেগাবাইটের এই সফটটি ইন্সটল করে আপানার লেখা (অবশ্যই ইংরেজী হতে হবে) টি TextAloud ওপেন করে নিয়ে এখানে নিন এবং speak এ ক্লিক করেন, দেখুন সুন্দর ভাবে আপনার লেখা গুলি পড়ে দিচ্ছে। আপনি চোখ বন্ধ করে তা শুনে নিতে পারেন। ফুল ভার্সন করার জন্য ক্র্যাক ফাইল দেয়া আছে। অনেকের কাছে এই সফটটি থাকতে পারে, যাদের কাছে নাই তাদের জন্য। 


Download from here....

বুধবার, ২৫ জুন, ২০১৪

Play angry Bird on your PC:

Angry bird game PC version....


Angry Bird 1:
Download from here...


Angry Bird 3:
Download from here... 

মজার মজার ক্যালেন্ডার তৈরি করি ছোট একটা সফটওয়ার দিয়ে, গ্রাফিক্স ডিজাইন জানার প্রয়োজন নেই:

প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে তাদের প্রতিষ্ঠানকে প্রচারের উদ্দেশ্য বা অন্য কোন কারনে বড় বড় চোখ ধাঁধানো বাহারি ক্যালেন্ডার তৈরি করে থাকে। এইসব বাহারি ক্যালেন্ডারে আমরা মুগ্ধ হয়ে যাই। আপনি ঘরে বসেই এই সব মজার মজার ক্যালেন্ডার অত্যন্ত সুন্দরভাবে তৈরি করতে পারবেন এজন্য আপনাকে আলাদাভাবে কোন গ্রাফিক্স ডিজাইন জানার প্রয়োজন হবে না। মাত্র ২.৮৩ মেগাবাইটের এই সফটওয়ার টি আপনি ইন্সটল করে শুরু করে দিন আপনার প্রজেক্ট।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেলে ইনস্টল করার পর এটি ওপেন করুন। এবার নিচের ইন্টারফেসটি লক্ষ্য করুন।

এখন আপনি আপনার ইচ্ছামত পরিবর্তন পরিমার্জন করে কাঙ্খিত মানের ক্যালেন্ডার তৈরি করে ফেলুন।

আরও একটু অন্য রকম করতে চাইলে এধরনের ফরম্যাট লক্ষ্য করুন

তাহলে এবার শুরু করে দিন মজার মজার ক্যালেন্ডার তৈরির কাজ।

Make your own tutorial:

আজকাল প্রযুক্তির কল্যানে আমরা নানা বিষয়ে খুব সহজে যে কোন কাজ করতে পারছি। দেশে আজকাল এমন লোকের সংখ্যা অনেক আছে যারা সস্তা জ্ঞান বিতরন কবছেন অহরহ। আপনি হয়ত নিজে অনেক কিছু জানেন কিন্তু তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারছেন না সীমাবদ্ধতার কারনে। আপনি যে বিষয় জানুন না কেন আপনার দায়বদ্ধতা যদি মানুষের জন্য অনিবার্য হয় তাহলে আপনার ইচ্ছাতেই আপনি সব কিছু করতে পারবেন ঠিক যেমনটি আপনি চাইবেন।
আপনি যে বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করতে চাইলে আমার মাত্র ৭৪০ কিলোবাইটের এই সফটওয়ার টি ইনস্টল করে নিন।


সফটওয়ার টি ইনস্টল করে প্রথমেই নিচের মত করে সেট করে নিন

এবার ডান পাশের সেটিং এ যান এবং ক্লিক করুন এবার এডভ্যান্সন্ড সেটিং থেকে আপনার ইচ্ছা মত সেটিং গুলো ঠিক করে নিন।
এবার হেডফোন ব্যাবহার করে আপনার কথা এবং কাজ সব ক্যাপচার করুন। সব শেষে সেভ করুন এবং মজা উপভোগ করুন।

রবিবার, ২২ জুন, ২০১৪

Install .net framework 3.5 in windows 8 :

যেকোন থার্ড পার্টি সফটওয়্যারউইন্ডোজ এ ইন্সটল করতে গেলে .net framework 3.5 দরকার হয়।কিন্তু উইন্ডোজ৮ এ .net framework 4.5 ইন্সটল করা থাকে।সেইজন্য ছোট একটা ট্রিক্স দিয়ে এই সমস্যার সমাধান করা যায়।
আবার উইন্ডোজ অ্যাক্টিভও হয়না।একারনে এটি ইন্সটল করতে হয়।
১।প্রথমে উইন্ডোজ ৮ এর ডিভিডি পিসিতে ঢুকাতেহবে।
২।তারপর command prompt open করতেহবে।
৩। command prompt কিভাবে আনতে হয় তাও যদি না জানেন তাহলে প্রথমে মাউস পয়েন্টটি ডান পাশের কোনায় নিয়ে যান এবং সার্চএ ক্লিক করুন।এবার সার্চ এ cmd লিখুন।এবার command prompt এর উপর পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করুন এবং নিচে তাকিয়ে দেখবেন Run as administrator লেখা আছে তাতে ক্লিক করে ইয়েস করুন।
৪।এরপর নিচের কোডটি টাইপ করতেহবে
Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:X:sourcessxs /LimitAccess
৫।এখানে এক্স বলতে ডিভিডি ড্রাইভ এর লেটারকে বোঝানো হয়েছে।উধাহরনঃC,D,E,F etc…….
৬।এবার এন্টার চাপ দিতে হবে।
৭।কিছুক্ষন অপেক্ষা করলে দেখাবে আপনার অপারেশনটি ১০০ শতাংশ সম্পূর্ণ।
৮।যদি এরকম কিছু দেখায় তাহলে কাজ শেষ।আর কোন সমস্যা হবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ আমি যে কোড টি লিখেছি ঠিক ঐ কোড টিই লিখতে হবেআর যে যে স্থান এ স্পেস আছে সে সে স্থান এ স্পেস দিতে হবে
ধন্যবাদ সবাইকে।ভাল থাকবেন ।

পবিত্র কোরআন শরীফের আরবি উচ্চারণ এবং বাংলা অনুবাদের একটি সফটওয়্যার

আজ আপনাদের সাথে শেয়ার করছি পবিত্র কোরআন শরীফের বাংলায় আরবীর সঠিক উচ্চারণ এবং বাংলা অনুবাদ যেখানে আরবি লেখা দেখানো পাশাপাশি কোরআন শরীফের বাংলায় আরবীর সঠিক উচ্চারণ এবং বাংলা অনুবাদ করবে । সফটওয়্যারটি বাজারে হাদিয়া হয়তো ১৫০ টাকা তবে আমার কাছে অনেক ভালো লেগেছে এটি পেয়ে আর ৫০০ মেগাবাইট এর সফটওয়্যারটি ডাউনলোড করলে কেউ ঠকবেন না । হয়তো এই সফটওয়্যার ফাইলটি ডাউনলোড করতে গিয়ে অনেকেই মেগাবাইট এর চিন্তা করবেন কিন্তু আমরা অনেকেই মুভি , গেমস , সফটওয়্যার। ডাউন লোড করি ২০০ -৫০০ এম বি আমাদের কাছে কিছু না । তারপরও আমি খুব কষ্ট করে ৫০০ এম বি ফাইল আপলোড করি ।
123455 পবিত্র কোরআন শরীফের আরবি উচ্চারণ এবং বাংলা অনুবাদের একটি সফটওয়্যার এখানে আপনারা পাবেন
আরবি কোরআন শরীফের পড়ার সুবিধা
বাংলায় পড়ার সুবিধা
যে কোন সুরার আয়াত ও পারা খোজার সুবিধা সম্পন্ন পবিত্র কোরআন শরীফের তেলায়ত শোনার
সুবিধা
ইংরেজিতে পবিত্র কোরআন শরীফ পড়ার সুবিধা ।
1231 পবিত্র কোরআন শরীফের আরবি উচ্চারণ এবং বাংলা অনুবাদের একটি সফটওয়্যার

রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো !!!!

Folder Hightlight mh
মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যাবহার করেননি তারা এখন ব্যাবহার করে দেখুন, মজা পাবেন ১০০%…
পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!!
তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো?
ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই।
ফ্রি সফটওয়ারটি download করে নিন এখান নিচের ডাউনলোড লিংক থেকে….
তারপর ইন্সটল করুন বাকি দশটা সফ্টওয়্যারের মতই।
এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন ”Folder Highlight” নামের একটি অপশন আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে দিন, ব্যাস কাজ শেষ, আপনার ফোল্ডারটি রঙ্গিন হয়ে গেছে।
ডাউনলোড লিংক: নিচে 3টি ডাউনলোড লিংক দেয়া হলো…………যার যেটা থেকে সুবিধা সেটা থেকে ডাউনলোড করে নিন………….
কপি.কম: https://copy.com/XB1umtpAgAPi
ওয়ানড্রাইভ.কমঃ http://1drv.ms/1pjypEZ
মিডিয়া ফায়ারঃ http://www.mediafire.com/download/az763xqtzobplfb/FolderHighlight.2.4.zip

Bangla Typing Practice :


CaptureWiz017
এখন আপনিও পারবেন বাংলায় লিখতে……
কি ? বিশ্বাস হচ্ছেনা……….!!??
এখন বাংলা টাইপ শিখুন মাত্র 3 দিনে তাও আবার ফ্রি।
আপনি শুধু ছোট্ট এই বাংলা টাইপিং মাষ্টারটি ডাউনলোড করে নিন আর প্র্যাকটিস শুরু করুন বাংলা টাইপিং।

ডাউনলোড লিংকঃ

নিচে 3টি ডাউনলোড লিংক দেয়া হলো। যার যেটা থেকে সুবিধা সেটা থেকে ডাউনলোড করে নিবেন।

বুধবার, ১৮ জুন, ২০১৪

লুকিয়ে রাখুন আপনার আইপি অন্যের কাছে থাকে :

মজার সফটওয়্যার আছে যা দিয়ে অনেক মজার কাজ করা যায়। ঠিক তেমনি একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার অরিজিনাল আইপি লুকিয়ে রাখতে পারেন।এই সফটওয়্যার দিয়ে আপনি যেকোন আইপি লুকিয়ে রাখতে পারেন অন্যের কাছ থেকে।

প্রথমে এখান থেকে আপনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে রান করে নিন। Choose ip Country তে গিয়ে দেখেন এনং যে কোন দেশের ফেক আইডি দিয়ে সিলেক্ট করুন। এরপর দেখুন Change ip every বক্সে টিক দিয়ে দিন এবং ১ মিনিট সিলেক্ট করে দিন। এরপর আপনি Hide ip তে ক্লিক করুন। এরপর আপনার কাজ মুটামোটি শেষ। এরপর থেকে সবাই আপনার অরিজিনাল আইপি দেখতে পাবে না আশা করি।

কোন Sof ছাড়াই Audio mp3 গানে ছবি দিন :

Windows Media Player এ চালু করুন এর পর গানের উপর রাইট কিল্ক করুন এবং নিচের ছবি অনুসরন করুন

এবার ওকে তারপর গানটি Close করে আবার চালু করুন তার পর দেখুন আপনার ছবি।

ইন্টারনেটের সাংকেতিক কিছু কোডের অর্থ জেনে নিন :

ইন্টারনেটে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আমরা বিভিন্ন বার্তা দেখতে পাই,যেমন- 502 Bad Gateway, 404 Not Found403 Forbidden, 400 Bad Request, 4xx Client Error, continue, 408 Request Timeout, 415 Unsupported Media Type, 450 Blocked by Windows Parental Controls , 500 Internal Server Error ইত্যাদি ।কিন্তু আপনি কি জানেন এই সাংকেতিক কোডগুলো দিয়ে কি বোঝানো হয় ? কোনটা কি অর্থ নিদের্শ করে ?
আসুন তবে জেনে নিই কোডগুলোর সারমর্ম-
502 Bad Gateway: এটি দিয়ে বোঝানো হয়েছে,উক্ত সার্ভার proxy অথবা gatway হিসেবে চলছিলো।ডাওন স্ট্রীশ সার্ভার ক্রটিপূর্ন সাড়া পেয়েছে।
413 Request Entity Too Large: ধারন ক্ষমতার চেয়ে বেশী পরিমান রিকোয়েস্ট সার্ভারে পাঠানো হয়েছে।
204 No Content: উক্ত সার্ভারে কোন কন্টেন্ট পাওয়া যায়নি ।
203 Non-Authoritative Information (since HTTP/1.1) : সার্ভার যে তথ্য দিচ্ছে তা অণ্য কোন সূত্র থেকে আসছে ।
403 Forbidden: সার্ভার নিকোয়েস্টটি গ্রহন করেনি ।
400 Bad Request: রিকোয়েস্টে ভুল রয়েছে বা রিকোয়েস্টটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি।
404 Not Found: বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
410 Gone: বতমানে পাওয়া যায়নি এব পরেও পাওয়া যাবে না।
408 Request Timeout: সার্ভারের টাইম আউট হলে এই রিকোয়েস্ট আসবে।

লুকিয়ে রাখুন আপনার আইপি অন্যের কাছে থেকে :

মজার সফটওয়্যার আছে যা দিয়ে অনেক মজার কাজ করা যায়। ঠিক তেমনি একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার অরিজিনাল আইপি লুকিয়ে রাখতে পারেন।এই সফটওয়্যার দিয়ে আপনি যেকোন আইপি লুকিয়ে রাখতে পারেন অন্যের কাছ থেকে।


প্রথমে এখান থেকে আপনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে রান করে নিন। Choose ip Country তে গিয়ে দেখেন এনং যে কোন দেশের ফেক আইডি দিয়ে সিলেক্ট করুন। এরপর দেখুন Change ip every বক্সে টিক দিয়ে দিন এবং ১ মিনিট সিলেক্ট করে দিন। এরপর আপনি Hide ip তে ক্লিক করুন। এরপর আপনার কাজ মুটামোটি শেষ। এরপর থেকে সবাই আপনার অরিজিনাল আইপি দেখতে পাবে না আশা করি।

U.P.S ছাড়াই সংরক্ষন করুন মুছে যাউয়া মূল্যবান ফাইল

আমরা অনেকে হয়ত U.P.S ছাড়া কম্পিউটার ব্যবহার করে থাকি।অনেক সময় কম্পিউটার ব্যবহার করার সময় বিদ্যু চলে যায়। M.S.Word / M.S.Excel এ লেখার সময় বিদ্যু চলে গেলে মুল্যবান কোন ফাইল মুছে যায়।ফলে লেখাটিকে save না করায় কষ্টো টুকু বৃথা যায়। কিন্তু আমরা অনেকেই হয়ত জানি না যে আমাদের Windows Operating System এর মধ্যেই আছে Hibernet সিস্টেম যার সাহায্যে বিদ্যুৎ চলে গেলেও আমাদের সকল ফাইল গুলোকে ফিরে পাব ঠিক সে অবস্থায় যে অবস্থায় বিদ্যুৎ চলে যাওয়ার সময় ছিল।
আজ আমি শেখাব কিভাবে U.P.S ছাড়া এই Option টি On করা যায়।
১.প্রথমে কম্পিউটার এর Start menu তে যান,
২.তারপর all programs এর control panel এ যেতে হবে,
৩.তারপর Power Options এ click করতে হবে।
৪.এরপর Power Options Properties থেকে Hibernet এ click করতে হবে।

৫.এরপর Enable Hibernation এ click করে apply চেপে ok দিন।
এরপর কাজ শেষ।

অনুধাবন...

মাঝে মাঝে কষ্ট হয়, দেখি যে কেউ আমার পোস্ট এ কিছু লিখছে না অথবা লইক দিচ্ছে না। মনে হয় দরকারি কোন পোস্ট দিতে পারি না তাই। কিন্তু যখন দেখি আমার ব্লগের ভিসিটর বেঁড়ে গেছে... তখন খুব মজা লাগে। আরও ভাল লাগে যখন দেখি যে ভিন দেশী ভিসিটরও আসে...হা হা হা ।একেবারে শখের বশে ব্লগ চালাই। তার উপর ব্লগ এ লেখার হাত একদম এ কাচা। তারপরও ভিসিটর বাড়তে দেখতে খুব আনন্দ লাগে...

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

আপনার পিডিএফ ফাইলে জলছাপ দিন খুব সহজে

ছোট একটি সফটওয়্যার  pdfmark দিয়ে আপনার পিডিএফ ফাইল এ জলছাপ দিন। এখান থেকে ডাউনলোড করুন।

অটোকারেক্ট অপশন যোগ করুন; ভুল হলেও সমস্যা নাই !!

সাধারনত আপনি যে এলাকাতে থাকেন কোন প্রকার আবেদন বা চিঠি লিখতে গেলে সেই এলাকার ঠিকানা বেশী বেশী লিখার প্রয়োজন হয়। আপনি এই ঝামেলার কাজটি সহজে শর্টকাটে করতে পারেন । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কি ভাবে সহজ কাজ আরো শর্টকাটে করা যায়।
১। প্রথমে MS Word ফাইল ওপেন করে Tools মেনু থেকে AutoCorrect Options এ যান,
২। এবার Auto Correct ট্যাব থেকে Replace এ ccg এবং With এ Chandona, Chowrasta, Gazipur. লিখুন,


















৩। সবশেষে Add বাটনে ক্লিক করে OK করুন।
এবার দেখুন শুধু ccg লিখে স্পেস বা Enter চাপলে পুরো Chandona, Chowrasta, Gazipur. লেখা চলে এসেছে। এরকম আরো অনেক লেখা Auto Correct করে নিলে দ্রুত টাইপ করা যায়।

আপনার সিডি ড্রাইভ Open আর Close করুন মাউস দিয়ে!!

উস চেপে সিডি ড্রাইভ ওপেন তো করতে পারি, কিন্তু অনেকেই মাউস চেপে তা আর ক্লোজ করতে পারিনা। ফলে সিপিউ’র Eject and Close বাটনটি চাপতে চাপতে অনেকেই সেটি লুজ করে ফেলি। এখন আর আপনাকে এ কাজটি করতে হবে না। আপনি চাইলে মাউসে একটা ক্লিক করেই আপনার সিডি ড্রাইভটি খুলতে এবং বন্ধ করতে পারবেন। এজন্য আপনাকে ‘Eject and Close’ নামের একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। মাত্র 17 KB এই ফাইলটি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। এটি ইনস্টল করতে হবে না। ডাউনলোডের পর জিপ ফাইলটি Extract করুন। এরপর ‘Eject and Close’ ফাইলটিতে ডাবল ক্লিক করলেই এটি কাজ করবে!

ফায়ারফক্সে ওয়েবপেজের স্কীনশট নিন সহজেই

ব্যবহারের সময় অনেক সময় আমাদের বিভিন্ন ওয়েবপেজের স্ক্রীনশট নেয়ার প্রয়োজন হয়।মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে সহজেই ওয়েবপেজের স্ক্রীনশট নিতে পারেন।এজন্য আপনার লাগবে ’স্ক্রীন গ্র্যাব’ নামের একটি অ্যাডঅন প্রোগ্রাম।প্রোগ্রামটি  নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স পুনরায় চালু (রির্স্টার্ট) করুন।এখন যে ওয়েবজের স্ক্রীনশট নিতে চান সেখানে যান।মাউসের ডান ক্লীক করে Screengrab!/save অপশনে যান।সম্পূর্ন ওয়েবপেজের স্কীনশট নিলে Screengrab!/save/complete webpage frame অপশনে যেতে হবে,ওয়েবপেজের যতটুকু অংশটুকু দেখা যাচ্ছে ততটুকু অংশের স্ক্রীনশটের জন্য Screengrab!/save/visible portion অপশন নির্বাচন করতে হবে।আর যদি আপনি শুধু ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচন করতে চান তাহলে Screengrab!/save/selection অপশনে গিয়ে ওয়েবপেজের নির্দিষ্ট অংশ নির্বাচিত করে নিন।স্কীনশট নির্বাচন করার  পর ফাইলটি কোথায় সেভ করে রাখবেন তা ঠিক করে নিন।ফাইলগুলো JPG অথবা png ফরম্যাটে সেভ করে রাখা যাবে।

মেইল এলে ব্রাউজারই আপনাকে জানিয়ে দেবে

জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে  অটোমেটিক  আপনি জানতে পারবেন আপনার নতুন কোন ইমেইল এসেছে কি না।এজন্য আপনার  ’ওয়েব মেইল নটিফায়ার” নামের একটি অ্যাডঅন লাগবে, অ্যাডঅনটি নামিয়ে নিন (ডাউনলোড)।এখন ফায়ারফক্স রিস্টার্ট করুন।খেয়াল করুন,সবার নিচে
ডানপাশে মেইলের একটি আইকন এসেছে।আইকনটিতে ক্লীক করে Preference  অপশনে যান।ড্রপডাউন মেনুতে google,yahoo,hotmail এর নাম রয়েছে।এখন Username ও Password  বসিয়ে আপনার সবগুলো এ্যাকাউন্ট একে একে add করে নিন।এরপর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।

RAR ফাইলের Password!!! Problem solve:



আমরা হয়ত অনেকে ইন্টারনেট থেকে অনেক কিছু ডাউনলোড করে থাকি ডাউনলোড করা সফটওয়্যার, গান অন্যান্য সকল জিনিসের বেশির ভাগই Rar ফাইল অবস্থায় থাকে যা Extract করতে হয় এবং তারপর বাবহারন করতে হয় কিন্তু ডাউনলোড করার পর দেখা যায় যে ফাইলটি Extract করা যাচ্চে না, ফাইলে পাসওয়ার্ড চায় ??? এই ধরনের Rar ফাইলের পাসওয়ার্ড জানার জন্য Rar Password Recovery সফটওয়্যারটি ব্যবহার করে পারেন এই সফটওয়্যারটির টির লিংক দেওয়া হল এখান থেকে মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর পাসওয়ার্ড প্রটেক্টেড Rar ফাইলের পাসওয়ার্ড রিকভার করুনদেখবেন সব ঠিক হয়ে গেছে

key board বা মাউস দিয়েই কম্পিউটার চালু করা

ইচ্ছে করলে আপনি মাউস দিয়ে অন করতে পারেন। এটি করতে হলে কম্পিউটার অন হওয়ার সময় del চেপে bios এ ঢুকতে হবে। তারপর power management setup সিলেক্ট করে এন্টার চাপুন।power on my mouse নির্বাচন করে double click করে সেভ করুন অথবা power on my keyboard বেছে এন্টার করুন। enter password এ কোনো একটি key দিয়ে সেভ করুন।
এখন মাউসে ডাবল ক্লিক বা কি-বোর্ড হতে পাসওয়ার্ড ‍দিয়ে কম্পিউটার চালু করুন।
শুধু মাএ  gigabyte মাদারবোর্ডের জন্য।

সোমবার, ১৬ জুন, ২০১৪

আপনার Pen-Drive কে NTFS এ রুপান্তর করুন আর উপভোগ করুন সংকোচনের সুবিধা



পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের  কোন সুবিধা পাওয়া যায় না কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছেযেমন,৫০ মেগাবাইটের  একটি ফাইল ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবেতাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run – গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L)এখন My computer গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান কীক করে Properties যানএখান থেকে ’ Compress Drive to Save Disk Space ’ অপশনে টিক দিয়ে OK করুন,এখন ’ Apply To Sub Folders and Files ’ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুনব্যস কাজ শেষ এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে

Activate Windows 8 (Full activation)

Windows 8 Professional Final Activator.

Instruction:

1.Run as administrator

2.Wait for the process and do nothing


Choose your desired option...Enjoy it


Download here...

Create a bootable CD or DVD with or without floppy


With the CD-ROM available on almost every computer nowaday, floppy drives become a history. However, for those who find computers a hobby, might run into a situation when they need to create a bootable CD that works just like the old floppy disk. Unfortunately, to do this, you still need a floppy drive to read your bootup floppy disk. Wait, the good news is, you can just down load a bootable ISO image and burn it to a CD. And even better, we have a copy of an ISO image right here. You can download this image and follow the instructions below, or you can do a web search for more options.

The information on this article will guide you step-by-step how to create a bootable CD/DVD, either using a bootup floppy disk or a boot image file. You will end up having a bootable CD or DVD, with CD-ROM driver supported, that could startup your PC and bring up the command prompt. This is going to be a good starting point, then you can run other utilities such as hard drive ghost, etc..
Many current CD/DVD burning software support the bootable feature. If you already have your favorite burning software, look around to find the bootable option. For this article, I will use the steps and sample screen-shots with the burning tool called Nero.
You will need a boot disk (floppy) or a bootable ISO image to start. If you don’t have one, you can download an ISO image here. This boot image is Windows-98 based, which means it uses the Windows 98 bootup sequence, which should do what we need. You can also download different boot disk images from the internet. I’ve found bootdisk.comhas a very good collection.
I assume that you already have Nero installed. Also, it is highly recommended to use a rewritable disc so you can redo the process if you have to.

  1. Launch Nero Burning ROM
  2. At the New Compilation Window, select “CD” from the drop-down menu and select “CD-ROM (Boot)” for CD, (or select “DVD” and “DVD-ROM (Boot)” for DVD)
  3. If you use a bootup floppy disk, insert the floppy disk and select “Bootable logical drive…
  4. If you use an image file, select “Image File” then click “Browse” to browse to the image.

    At the “Open” Window, browse to the location where you saved the boot image and choose the image you wish to use and click “Open” (you might need to change the “Files of type” to “All Files” in order to see files with different extensions.)
  5. Click “New” at the New Compilation Window.
  6. Nero New Compilation Window disappears and Nero brings up its main screen where you can add more files to the CD/DVD if you wish. For example, adding a “ghost” folder with the file “ghost.exe” as follows.
    Once you’re done adding all the files you wish to, click on the “Burn” icon. 
  7. At the “Burn Compilation” Window, select “Burn“!

সুমধুর কণ্ঠে আযান দিবে কম্পিউটারের সফটওয়্যার

 এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা’বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন। মক্কার কা’বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান কিংবা আপনার কাছে কোন আজানের অডিও ফাইল থেকেও আপনি সিলেক্ট করতে পারেন।
502320 সুমধুর কণ্ঠে আযান দিবে কম্পিউটারের সফটওয়্যার
এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তাও জানিয়ে দেবে। পৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেন।আযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে, সূরা পড়বে ,  । আরও অনেক  কিছু । তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ।



Download here 

এক ক্লীকেই জেনে নিন আপনার মোবাইলের গোপন কোড

আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো।মাত্র ৭৩৪ কিলোবাইটের এই ষফটওয়্যারটি দিয়ে আপনি এক ক্লীকেই বিভিন্ন মোবাইল হ্যান্ডসেটের গোপন কোড জানতে পারবেন। সফটওয়্যারটি থেকে কোন কোন মোবাইলের কোড জানা যাবে তা আপনি স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেন

এখানে ক্লীক করে ডাওনলোড করুন

একটি মডেম দিয়ে একের অধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করুন



প্রথমত আপনার দুইটা কম্পিউটার LAN দ্বারা সংযুক্ত থাকতে হবে এক্ষেত্রে দুইটা কম্পিউটারের জন্য আপনি পিসি টু পিসি LAN ক্যাবল দিয়ে সংযুক্ত করতে পারেন
  • তারপর My computer-My netwok places set up a home or small office network click করে set up complete করুন
  • এরপর আপনার আইপি ADDRESS কনফিগার করুন। যে পিসিতে Modem থাকবে তার IP 192.168.0.1 করতে My computer-My network places-view network connection যান। Lan or high speed connection এর নিচে local area coneection এর উপর right click করে properties click করুন। internet protocol (TCP/IP) select করে properties ক্লিক করুন
  • use the following IP address ক্লিক করে IP-192.168.0.1 , subnet mask-255.255.255.0 , default gateway-192.168.0.1 দিন
  • তারপর অন্য যে PC তে নেট ব্যাবহার করতে চান তার IP-192.168.0.2, subnet mask-255.255.255.0 ,default gateway- 192.168.0.1 এবং preferred DNS server-192.168.0.1 দিন। OK করে বেরিয়ে আসুন
  • এবার যে পিসিতে মডেম আছে তাতে মডেম সেটআপ দেওয়া থাকলে …view network connection dial-up এর নিচে EDGE বা যা লিখা থাকবে তাতে right click-properties-advanced allow other network users to connect through this computer’s internet connection টিক দিয়ে ok করে বেরিয়ে আসুন
  • তারপর দুই পিসিতেই ….local area connection-right click -disable করে আবার Enable করুন। এখন দুই পিসিতেই নেট পাবার কথা

আনেক সময় windows fierwall এর জন্য নেট sharing সমস্যা হয়। সেক্ষেত্রে firewall বন্ধ করে দেখতে পারেন হয় কিনা