পৃষ্ঠাসমূহ

বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩

Set Windows welcome note

এক্ষণ থেকে আপনি পারবেন উইন্ডোজ এর Welcome Screen এ নিজস্ব মেসেজ দিতে । নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ । *. ১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন। *. ২।এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন। *. ৩।এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন। *. ৪। এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন। এবার কম্পিউটার রিবুট করুন আর ফলাফল দেখুন । রিমুভ করতে হলেঃ আপনি যেখানে LegalNoticeCaption এবং LegalNoticeText লিখেছেন সেখানের textগুলো মুছে দিয়ে রির্স্টাট করুন।

কোন মন্তব্য নেই: