পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

র‍্যাম অপ্টিমাইজ করে পিসির গতি সুপার-ডুপার ফাস্ট করে তুলুন

আপনার কম্পিউটার কি ঢিলা মার্কা কচ্ছপ রোগে আক্রান্ত??? আপনবার প্রিয় পিসিটা দিন দিন এতই SLOW হয়ে গেছে যে, তা দেখে কচ্ছপ মামাও লজ্জা পায়! তাহলে আপনার দরকার একটি ভালো মানের র‍্যাম অপ্টিমাইজ সফটওয়্যার। যেটা সাইজেও কম, আর কাজেও ওস্তাদ! আর এক ক্লিকেই র‍্যামের ঘসামাঝা করে আপনার প্রিয় পিসিকে জেটপ্লেনের গতি দিবে!!! তাই র‍্যাম অপ্টিমাইজ করে র‍্যামের গতি বাড়াতে Memory Optimizer Pro সফটওয়্যারটিই যথেষ্ট!!! সাইজ মাত্র ১.৫ এমবি। :P

Memory OptimizerPro

»» Memory Optimizer Pro »»»»
র‍্যাম অপ্টিমাইজ করে কম্পিউটারের গতিকে  সুপার-ডুপার ফাস্ট করতে Memory Optimizer Pro সফটওয়্যারটি অতুলনীয়! আপনআকে খুব দক্ষ হতে হবে না এটা ব্যবহার করার জন্য কারণ, এটা এক ক্লিকেই র‍্যাম পরিস্কার করে স্পীড বেড়ে তুলবে। খেয়াল রাখুন, সফটওয়্যারটি ইন্সটলের সময় অন্য কোনকিছু ইন্সটলের অফার দিলে, সেখানে অবশ্যই টিক চিহ্ন তুলে দিয়ে ইন্সটল করবেন।
Memory OptimizerPro (2)
Memory Optimizer Pro ইন্সটলের পর সফটওয়্যারটি ওপেন করুন আর ‘Recover Free Memory’ তে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখবেন অনেক এমবি ফ্রী হয়ে গেছে অর্থাৎ রিকভার হয়ে গেছে। এতে আপনার র‍্যাম অপ্টিমাইজের মাধ্যমে অতিরিক্ত চাপ দূর হয়। ফলে কম্পিউটার এর গতি সুপার-ডুপার ফাস্ট হয়ে যাবে। এরপর হয় তো আপনি বলে উঠবেন, ‘এত্ত সোজা জিনিস!!!’ ;)

=>রেজিস্ট্রেশন
|| পদ্ধতি-১ ||যদিও ফ্রীওয়ার সফটওয়্যার তবে, এটি ফ্রী রেজিস্ট্রেশন চাইবে! আপনি খুব সহজে আপনার Email বা অন্য ফেক মেইল দিয়ে ফ্রী রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু সতর্ক করে দিলাম, এর ফলে প্রতিদিন  আপনার ওই ইমেইলে নানা নিউজ লেটার মেইল চলে যাবে, যা বিরক্তি কর। এজন্য Fake Email ব্যবহার করাই উত্তম।
taskquitpro

|| পদ্ধতি-২ || আপনি Email দিয়ে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক না হলে একটি রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে অ্যাক্টিভ করতে পারবেন। এটির জন্য Notepad খুলে তাতে নিচের লেখাটি paste করুন এবং সেটি Quit.reg নামে ‘Save As’ করুন।  খেয়াল রাখুন এক্সটেনশন যেন .reg হয়।
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Softorino]
@=”success”
“cebe7d8a28c5ba83ba5497de5ca58ca04_Tweet”=”0″

|| পদ্ধতি-৩ || যদি Email দিয়ে রেজিস্ট্রেশন ও  রেজিসট্রি ট্রিক্সের মাধ্যমে না করতে চাইলে, জাস্ট এক ক্লিকে রেজিস্ট্রেশন করতে পারেন। এজন্য এখান থেকে রেজিসট্রি ডাউনলোড করে নিতে পারেন।

 ®╔═════════════════════ஜ۩۞۩ஜ══════════════════════╗®
 Memory Optimizer Pro সফটওয়্যারটির বর্তমান ভার্সন ৩.০ । এর সাইজ মাত্র ১.৭ এমবি। ইন্সটল করে বেশি করে র‍্যাম অপ্টিমাইজ করুন, আর পিসির গতি সুপার-ডুপার ফাস্ট করে তুলুন!!! :P
downloadad
 Memory Optimizer Pro || 1.7 MB

কোন মন্তব্য নেই: