পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

Screen shot on Mobile

আপনারা যারা মোবাইলে থেকে কম্পিউটারের মতো স্ক্রিন সট নিতে চান তাদের জন্য সফ্টওয়ার টি ব্যাপক কাজ দেবে.
সফ্টওয়ার টি সিম্বিয়ান তৃতীয় ইডিসন সমর্থন যেকোন মোবাইলে ব্যাবহার করা যাবে.
সফ্টওয়ার টির নাম SreenSnap
সফ্টওয়ার টি এখান থেকে ডাউনলোড করে নিন
ইন্স্টল করার পর যেভাবে সেটিং করবেন :
প্রথমে সফ্টওয়ার টি অপেন করুন
sreensnap settings
এবার Shortcut key তে ক্লিক করে যেটি Shortcut key করতে চান সেটিতে চাপ যেমন আমি চাই যে আমার মোবাইলের ডান পাশে থাকা ক্যামেরা বাটন চাপলে নেওয়া যাবে সেজন্য আমি ক্যামেরা বাটন টিতে একটি চাপ দিয়ে ওটি Shortcut key হিসেবে নির্বাচন করলাম.
আরো অন্যান্য অনেক সেটিং রয়েছে আপনি চাইলে সেগুলি পরিবর্তন করে নিতে পারেন.
এবার সফ্টওয়ার টি Hide করে রাখুন
এখন আপনার নির্বাচন করা Shortcut key টিতে ক্লিক করুন.

কোন মন্তব্য নেই: