পৃষ্ঠাসমূহ

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

dll ফাইল মিসিং problem solve:

কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় DLLফাইল মিসিং বা ইরর দেখায়। এই সমস্যা সমাধানের জন্য ছোট একটি এপলিকেশন নিয়ে আসলাম আপনাদের জন্য। DLL-files  Fixer নামের এ সফ্টওয়্যারটি আসলেই দারুন কাজের।

যেসব সুবিধা আছে এটাতে তা দেখে নিন :
> Registry অপটিমাইজ করতে পারবেন,
> রেজিষ্ট্রি Defrag  করতে পারবেন,
> সমস্ত DLL ফাইলগুলোর সমস্যা খুজে বের করা এবং সমাধান করতে পারবেন,
> বিভিন্ন এপলিকেশন ক্র্যাশ করা বন্ধ করতে পারবেন,
> কম্পিউটারের কার্যদক্ষতা বৃদ্ধি করতে পারবেন,
> সবথেকে বড় কথা যে ফাইলটা মিসিং পাবেন তা সরাসরি ডাউনলোড করতে পারবেন।

লিংক http://uppit.com/ptk95005gvlh/DLL_FilesFixer.exe

এটার ওজন খুবই সামান্য এবং পোর্টেবল, তাই ইনষ্টল করতে হবে না।

ভিডিও এর মান একদম ঠিক রেখে ফাইল সাইজ কমিয়ে নিন

এই পদ্ধতি তে আমরা যে সফটওয়্যার ব্যাবহার করব তার নাম Handbrake। এটি খুব ছোট একটি সফটওয়্যার। নিচের লিঙ্ক থেকে Handbrake নামিয়ে নিন।
http://handbrake.fr/

এই সফটওয়্যার ব্যবহার করার জন্য আপনার কাছে অবশ্যই ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ থাকতে হবে। নিচের লিঙ্ক থেকে ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ নামিয়ে ইন্সটল করে নিন।
http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=17718
ডট নেট ফ্রেমওয়ার্ক ৪ ইন্সটল করে Handbrake ইন্সটল করুন। এবার ডেস্কটপ থেকে Handbrake চালু করুন। Source এ ক্লিক করে Video File সিলেক্ট করুন অথবা Ctrl+O চাপুন। যে ফাইলটি কনভার্ট করবেন তা সিলেক্ট করুন। এবার Destination এ Browse ক্লিক করুন এবং যেখানে যে নামে সেভ করতে চান তা লিখুন। এরপর Video ট্যাব এ আসুন। Video Codec এ H.264 (x264) ও Framerate (FPS) এ Same as source নির্বাচন করুন।

এরপর আসুন Audio ট্যাব এ। Audio Codec এ AC3 (ffmpeg) ও Mixdown এ Stereo এবং Bitrate এ 128 নির্বাচন করুন।

এবার স্টার্ট এ ক্লিক করলে এনকোডিং প্রসেস শুরু হবে। প্রসেস শেষ হলে ফাইল সাইজ চেক করুন। দেখবেন ছোট হয়ে এসেছে। এই ট্রিকটি আপনি ডিভিডি ফাইলগুলোর ক্ষেত্রে ব্যাবহার করলে অনেক ভাল ফল পাবেন। আমি ডিভিডি থেকে সিনেমা রিপ করেছি এই সফটওয়্যার দিয়ে। এবং ফাইলগুলো শুধুমাত্র ২০০-৩০০ মেগাবাইট হয়েছে। AVI ফাইলগুলোর ক্ষেত্রেও অনেক ভাল ফল পাওয়া যায়। আমি Spirit নামে একটি এনিমেশন ডাউনলোড করেছিলাম যার সাইজ ছিল 1.45GB। কিন্তু Handbrake দিয়ে এনকোড করার পর তার সাইজ 500MB তে দাঁড়িয়েছে। নিচে ঐ এনিমেশনের কিছু স্ক্রিনশট দিলাম


এখানে আরেকটি কথা বলা দরকার। ইন্টারনেট এ যেসব মুভি আপলোড করা হয় সেগুলো সাধারণত আগে থেকেই কম্প্রেস করা থাকে। কম্প্রেস করা ফাইল আবার কম্প্রেস করলে কোন লাভ হবে না। কোন ফাইল কম্প্রেস করা কি না তা জানা খুব সহজ। আপনি যদি Media Player Classic ব্যাবহার করেন তাহলে যে ফাইল সম্পর্কে জানতে চান তা আগে প্লে করুন। তারপর উপরে File মেনু তে গিয়ে Properties এ যান। যদি ফাইলটি H.264 (x264) কোডেক এ থাকে তাহলে ওটি কম্প্রেস করা। অন্য কোন কোডেক যেমন Xvid, MPEG ইত্যাদি থাকলে কম্প্রেস করুন ছোট হবে। MKV ফাইল কম্প্রেস করবেন না। কারণ MKV ফাইল H.264 (x264) কোডেক এ কম্প্রেস করাই থাকে।